বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলারংপুর বিভাগের আট জেলার উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রংপুর বিভাগের আট জেলার উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীন: বাজেটে রংপুর বিভাগের আট জেলার উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সকালে নগরীর কাচারী বাজারে রংপুর উন্নয়ন ফোরাম সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সনাক রংপুর জেলা সভাপতি মোশফেকা রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ,, বিশিষ্ট রাজনীতবীদ আতাউজ্জামান বাবু, রংপুর উন্নয়ন ফোরামের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে দাদ্রিতার হার শতকরা ২৪ ভাগ হলেও রংপুরে এটি ৪৮ ভাগ। রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, ৩ জন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, দুই জন প্রতিমন্ত্রী, হুইপ ও বিরোধী দলীয় চীফ হুইপ রংপুর বিভাগেরও হলেও উন্নয়ন বৈষম্যের শিকার এ বিভাগ। রংপুরের খাদ্য শস্য গোটা দেশের চাহিদা মেটালেও বারবার অবহেলিতই থাকছে রংপুরের মানুষ। আসন্ন বাজেটে রংপুর বিভাগের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবী জানান বক্তারা। সেই সাথে সকাল বিভাগে সুষম উন্নয়ন নিশ্চিত করা, রংপুরে দুটি সরকারী স্কুল প্রতিষ্ঠা, রংপুর থেকে ঢাকাগামী বিরতিহীন ও বুলেট ট্রেন চালু, বাজেটে রংপুরকে অগ্রাধিকার দিয়ে পর্যাপ্ত পরিমান বাজেট বরাদ্দ দেয়া, রংপুর নগরীর উন্নয়নে দীর্ঘমেয়াদী সময় উপযোগি নগর পরিকল্পনা প্রদান, বিদেশে শ্রম রপ্তানীতে বৈষম্য দুর করা এবং প্রণোদনা সাপেক্ষে রংপুরে শিল্পায়ন নিশ্চিত করার দাবীও জানানো হয়।এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments