বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাট্যাক্স দিলেই পৌর এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বাড়বে: আশানুর বিশ্বাস

ট্যাক্স দিলেই পৌর এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বাড়বে: আশানুর বিশ্বাস

মারুফা মির্জা: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র ও সমাজ-সেবায় জাতীয় বিভিন্ন পদকে ভুষিত আওয়ামীলীগের নারী নেত্রী বেগম আশানুর বিশ্বাস বলেছেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিরা সরকারী টাকায় পরিচালিত হলেও পৌরসভা ব্যতিক্রম। এর অধিকাংশ কার্যক্রম জনগনের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। জনগন নির্ধারিত শত ভাগ ট্যাক্স সময়মত পরিশোধ করলে আমি দাতা সংস্থার কাছ থেকে গ্রহনযোগ্যতার ভিত্তিতে উন্নয়নে বরাদ্ধ পাবো। তা দিয়েই পৌরসভার সার্বিক উন্নয়ন করতে পাবরো। পৌর নাগরিকরাও শহরের মত সার্বিক সেবা পাবেন। তাই নিজ ইচ্ছায় সকলকে তাদের এলাকার উন্নয়ন বজায় রাখতে পৌরকর পরিশোধ করতে হবে। তিনি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার মুকন্দগাঁতী, জিধুরী, গাড়ামাসি, সুবর্ণসাড়া, শেরনগরে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮ পাকা রাস্তার উদ্ধোধন কালে স্ব-স্ব স্থানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতম ইউসুফজী খান, প্যানেল মেয়র ইকবাল হোসেন রানা, পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বদর আলী মন্ডল, আক্তার হোসেন, আয়নাল হক, আব্দুস সোবহান, আলম প্রামানিক, সমাজ-সেবক হাজী রজব আলী, অমৃত ভদ্র, প্রমুখ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে যে ভাবে নিরলস ভুমিকা পালন করে যাচ্ছেন। তাকে অনুসরণ করে তৃনমুলের উন্নয়নেও আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। তবেই আমাদের দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments