শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলানগরবাড়ি মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতায় নিষিদ্ধ বাহনগুলোর চলাচল বন্ধ

নগরবাড়ি মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতায় নিষিদ্ধ বাহনগুলোর চলাচল বন্ধ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় নগরবাড়ি মহাসড়কে চলাচল নিষিদ্ধ লেগুনা, সিএনজি, লছিমন, অটোরিক্সা সহ অন্যান্য বাহনগুলো এখন আর চলতে পারছেনা। বগুড়া-নগরবাড়ি মহাসড়কে হাটিকুমরুল হাইওয়ে থানার অংশ সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বর থেকে শাহজাদপুরের বাঘাবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে চেক পোষ্ট ও সার্বক্ষনিক মোবাইল টহল দেয়া হচ্ছে। এছাড়া বনপাড়া ও বগুড়ামুখী মহাসড়কে একই ধরনের টহল ও চেক পোষ্ট বসানো হচ্ছে বলে হাইওয়ে থানা সূত্রে জানা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জিলানী জানান, গত চার দিনে মহাসড়কে চলাচলরত নিষিদ্ধ বাহনের লেগুনা, সিএনজি, অটোরিক্সা মিলে ৭০টি আটক এবং মামলা দেয়া হয়েছে। তিনি আরো জানান, কোন অবস্থাতেই নিষিদ্ধ বাহন মহাসড়কে চলতে দেয়া হবে না। এদিকে বিভিন্ন রুটে লোকাল সার্ভিসের বাসগুলো যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেলে সে বাস চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত ৮ জুন নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে লেগুনা সহ বিভিন্ন বাহলে চলাচল বিষয়ে ছবি সহ একটি সংবাদ প্রকাশ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments