শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন ফুলবাড়ির বীর মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা মিজানুর রহমান

পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন ফুলবাড়ির বীর মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা মিজানুর রহমান

অমর চাঁদ গুপ্ত অপু: মিজানুর রহমান মিজান বঙ্গবন্ধু আদর্শের এক অকুতভয় রাজপথের লড়াকু সৈনিকের নাম। বয়স ৪৫ বছর। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার বারোকোনা (স্টেশনপাড়া) মহল্লার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের একমাত্র ছেলে মিজানুর রহমান মিজান। দুই ছেলে সন্তানের জনক। মা মরোয়ারা বেগম, স্ত্রী মোছা. মোরশেদা বেগম, ৬ বছরের বড় ছেলে মাহিন সরদার মনি (তাওহীদ) ও ২ বছরের ছোট ছেলে মোরসালিনকে নিয়ে তার পরিবার। মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়ন অবস্থাতেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯০ সালে ছাত্রলীগের যোগদানের মাধ্যমে হাত খড়ি নেন ছাত্র রাজনীতির। সেই থেকে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালনের মাধ্যমে ছাত্রলীগকে সংগঠিত করাসহ একটি শক্তিশালী সংগঠনের রূপ দিতে নির্লোভচিত্তে নিরলসভাবে কাজ করে গেছেন আপন গতিতে। স্কুল জীবনেই ১০৯০ সালে শেষ দিকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এরশাদ সরকারের পতন পর্যন্ত রাজপথে ছিলেন বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অকুতভয় সৈনিক হিসেবে। ১৯৯১ সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার থেকে শুরু করে ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতন ও নিপীড়নসহ জঙ্গীবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নানাভাবে হুমকি আর নির্যাতনের মুখোমুখি হয়েও আদর্শচ্যুত হননি একবিন্দুও। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ছাত্রলীগ ও যুবলীগের কোন নেতাকর্মী আর্থিক সমস্যায় পড়লে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছেন পৈত্রিক সূত্রে পাওয়া যেটুকু অর্থসম্পদ রয়েছে সেই থেকে। নিজে কোন সমস্যায় পড়লেও কাউকে কোনদিন বুঝতে দেননি। চেষ্টা করেছেন নিজের সমস্যা নিজেই সমাধানের জন্য। এবং করেছেনও সেটি। কিন্তু নিজের দুর্দিনে পাশে নেই কেউ, খোঁজ ও নেয় না দলীয় নেতারা। পঙ্গুত্বের মুখোমুখি দাঁড়ানো বঙ্গবন্ধুর আদর্শের যুবনেতা মিজানুর রহমান মিজানকে দেখতে আসার প্রয়োজনটুকুও বোধ করেননি দলীয় কোন নেতা। ২০১৩ সাল থেকে ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন প্রকার জটিল রোগে আক্রান্ত হলেও দলীয় কর্মসূচিগুলোতে তার উপস্থিতি ছিল সরব। মস্ত থাকতেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিয়ে আড্ডা আর দলের কর্মসূচি বাস্তবায়নে কর্মপন্থা নিয়ে আলোচনায়। কিন্তু পরাস্ত করেছে তাকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। চলতি বছরের ২০ মার্চ নিকট আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে অটোরিকশায় সান্তাহার থেকে নওগাঁ যাওয়ার সময় মহাসড়কের বাঁক ঘুড়াতে গিয়ে অটোরিকশাটি উল্টে গেলে ওই দুর্ঘটনায় যুবনেতা মিজানুর রহমান মিজানের বাম পা পুরোপুরি ভেঙ্গে যায় এবং পায়ের হাড্ডি ফেটে যায় তার স্ত্রী মোরশেদা বেগমের। তবে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে অক্ষত থেকে যায় তার আদরের দুই ছেলে। পরে স্থানীয়রা মিজানুর রহমান মিজান ও তার স্ত্রী মোরশেদা বেগমকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে সিভিল সার্জন অর্থপেডিক্স সার্জারী চিকিৎসক মো. আব্দুল বারীর অধিনে দীর্ঘ একমাস চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন তিনি। তবে স্বাভাবিক নিয়মে নয়, হুইল চেয়ারে ভর করে বাড়ি ফিরেছেন। যা এখন তার নিত্যসঙ্গী। তবে ওই দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা চালাতে গিয়ে ইতোমধ্যেই তার ব্যয় হয়েছে সাড়ে চার লাখ টাকা। বর্তমানেও তার চিকিৎসা ব্যয় অব্যাহত রয়েছে। দুর্ঘটনায় শরীরের শক্তি কিছুটা হ্রাস পেলেও মনের শক্তি অটুট থাকলেও শরীরের শক্তিটুকু হারিয়ে ফেলতে বসেছেন। বর্তমানে এক স্থান থেকে এক গ্লাস পানি নিয়ে অন্য স্থানে গিয়ে খাবেন পায়ে হেঁটে সামান্য পথটুকু পাড়ি দেওয়ার মতো শরীরের শক্তিটুকুও নেই। হুইল চেয়ার আর ক্র্যাচই হচ্ছে তার পথ চলার একমাত্র সাথী। জীবনের ওপর দিয়ে জীবনমৃত্যুর ঝড় বয়ে গেলেও মন যেন টেকে না বাড়িতে। অসুস্থ্য অবস্থাতেই অন্যের সাহায্যে কখনো হুইল চেয়ারে আবার কখনো কষ্ট করে ক্র্যাচের ওপর ভর দিয়ে কোন মতে বাড়ি থেকে বের হয়ে স্টেশন চত্বর কিংবা রেল ঘুুমটি অথবা টিএন্ডটি মোড় এলাকায় বসে পড়েন সতির্থদের সাথে আড্ডায়। তার আড্ডা সিংহভাগ জুড়েই থাকে দলীয় আলোচনা। অন্য সতির্থরা বিরক্তবোধ করলেও এতে তার যেন কোন কিছু যায় আসে না, এমন মনোভাব নিয়েই নিজের আলোচনা অব্যাহত রাখতে সচেষ্ট থাকেন। দলের জন্য কাজ করবেন বলেই তিনি চাকরি কিংবা ব্যবসা-বানিজ্য করার চেষ্টা করেননি। পৈত্রিক সূত্রে যা ধন-সম্পদ রয়েছে তা দিয়ে পরিবারের ভরণপোষণের পর যা থাকবে তা দিয়েই তিনি

সার্বক্ষণিকভাবে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করতে চান বলেই সবকিছু থেকে দূরে সরে এসেছেন। পঙ্গুত্বের মুখোমুখি দাঁড়িয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করার জন্যই পরিবারের প্রতি নজর এবং সময় না দিয়ে জীবনের বেশিরভাগ সময়ই অতিবাহিত করেছি দলীয় কর্মকান্ড নিয়ে। দলের ক্রান্তিকালে মিছিলের অগ্রভাগে থেকে নেতাকর্মীদের সাহস ও শক্তি যোগানোর জন্য ছিলাম রাজপথে। কিন্তু বর্তমান শেখ হাসিনার সরকারের অপ্রতিরোধ্য উন্নয়নের শোভাযাত্রাতেও যাওয়ার মতো শরীরের শক্তিটুকু নেই। সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে দীর্ঘ সময় নওগাঁ হাসপাতালে পড়ে থাকাসহ বাড়িতে আসার পরও আওয়ামী লীগ, যুুবলীগ কিংবা ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ের কোন নেতা তাকে দেখতে কিংবা খোঁজ নেননি এখন পর্যন্ত। তবে তিনি কোন নেতা কিংবা কর্মীর কোন সহযোগিতা চান না। তিনি সহযোগিতা চান আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, জাতির পিতার আদর্শের একজন সৈনিক এবং শেখ হাসিনার একজন কর্মী হিসেবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদনও করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোন সহযোগিতা দিলেই তিনি কৃতার্থ থাকবেন তাঁর (প্রধানমন্ত্রী) কাছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments