শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাপাবনার রূপপুর গ্রীন সিটিতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

পাবনার রূপপুর গ্রীন সিটিতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কামাল সিদ্দিকী: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটিতে সোমবার (১৭ জুন) দুপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হযরত আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত হযরত আলী নাটোর দয়রামপুর এলাকার মৃত আক্তার আলীর ছেলে। তিনি মজিদ সন্স কনস্ট্রাকশন লি. কোম্পানীর নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করেছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হযরত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গ্রীনসিটি আবাসন প্রকল্পের ২০ তলা বাসভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments