শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ক বেতার সংলাপ অনুষ্টিত

রংপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ক বেতার সংলাপ অনুষ্টিত

জয়নাল আবেদীন: রংপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র আয়োজিত নিরাপদ মাতৃত্ব বিষয়ক বেতার সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে বাল্য বিয়ে বন্ধে সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে। ‘বাল্য বিয়ে শিকার অপ্রাপ্ত বয়স্ক নারীরাই গর্ভকালীন সময় থেকে মৃত্যু ঝুঁকিতে থাকেন। কেউ প্রসবের সময় নতুবা প্রসব পরবর্তীতে এ দুর্ঘটনার শিকার হন। তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে বাল্য বিয়ে প্রতিরোধের বিকল্প নেই। কারণ আঠারো বছরের নিচে বিয়ে হওয়া অপ্রাপ্ত নারীদের গর্ভকালীন সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি,উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি , ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবি শংকর মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম নাজমুল হুদা। নাছিমা জামান ববি বলেন, ‘বর্তমান সরকার শিশু ও নারী উন্নয়নে যথেষ্ট সচেতন। নারীদের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। এখন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি গর্ভকালীন সময়ে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে এসেছে। পরিবার ও স্বামীর সচেতনতা, আন্তরিকতা এবং সহনশীলতা নিরাপদ মাতৃত্বের জন্য খুবই গুরুত্ব বহন করে। এজন্য সবাইকে মাতৃত্বকালীন সেবা ও পরিবর্তি করণীয় সম্পর্কে জানতে হবে। আলোচকবৃন্দ ২০৩০ সালের মধ্যে এসডিজির উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে ‘নিরাপদ মাতৃত্ব’ নিশ্চিতকরণে স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিসেবার গুরুত্ব তুলে ধরেন। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমে সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments