শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় “মুজিববর্ষ” ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

সাঁথিয়ায় “মুজিববর্ষ” ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

আব্দুদ দাইন সাঁথিয়া: পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষ” ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বেতে ও উপজেলা আইসিটি কর্মকর্তা তপু দেবনাথের পরিচালনায় আইসিটির উপর গুরুত্ব আরোপ করে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমদ দেলোয়ার। আরো বক্তব্য দেন যুদ্ধাকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, পাবনা জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর হোসেন, সাঁথিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোহম্মদ আলী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উদ্যোত্তা মনিরজ্জামান,আইসিটি শিক্ষক বাবর আলী প্রমুখ। সভায় “মুজিববর্ষ” ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments