শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালামায় পৌরসভার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন

লামায় পৌরসভার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন

মো. নুরুল করিম আরমান: রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে কর্মবিরতি পালন করেছেন বান্দরবানের লামা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। ‘এক দেশে দুই নীতি, মানি না, মানবো না’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার সামনে বসে সব ধরণের কাজ বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা- কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতির কারণে প্রশাসনিকভাবে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। সূত্র জানায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাসহ পেনশন প্রথা চালুর দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে, তারই ধারাবহিকতায় লামা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টা থেকে সব কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করে। কর্মবিরতিতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এতে পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা ও কাউন্সিলর মো.সাইফুদ্দিন সংহতি প্রকাশ করে বলেন, পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের দাবী যৌক্তিক। তাদের দাবী মেনে নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদান করা হলে, পৌরসভায় স্থানীয়ভাবে যে রাজস্ব আয় হয়, তা দিয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা যাবে। এদিকে কর্মবিরতির কারণে জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারন মানুষকে ফেরত যেতে হয়েছে। কর্মবিরতী পালনকালে লামা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনসন প্রথা চালু করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে। তারা আরো বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ নাগরিক জীবনের সকল ক্ষেত্রে সেবা প্রদান করেও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় সময় যথাসময়ে দেশের বিভিন্ন পৌরসভায় বেতন-ভাতা না পেয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীগণ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments