শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় যৌন হয়রানির অভিযোগে ২ এনজিও কর্মকর্তা গ্রেফতার

উখিয়ায় যৌন হয়রানির অভিযোগে ২ এনজিও কর্মকর্তা গ্রেফতার

কায়সার হামিদ মানিক: উখিয়ায় দুই এনজিও কর্মকর্তার নারী প্রীতি নিয়ে অতিষ্ট হয়ে উঠেছে সহকর্মীরা। তাদের এ ধরণের কর্মকান্ডে নারী কর্মীদের চাকরি ছাড়ার উপক্রম চলছে বলে অভিযোগ তুলেছে নারী সহকর্মীরা। গত ২২ মে এনজিও কর্মকর্তা সেলিম উলাহ ও সাহেল সানজিদের বিরুদ্ধে একই এনজিওতে কর্মরত এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে উক্ত অভিযোগ পুলিশের তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়াও ওই কর্মকর্তাদের বিরুদ্ধে গত ১৭ ফেব্র“য়ারী তাদের আরেক উপজাতী নারী সহকর্মীকেও ধর্ষনের চেষ্টার অভিযোগ তোলেন। এ ব্যাপারে উখিয়ায় থানায় অভিযোগ দিলে পরে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড় পান এই লম্পটেরা। এমনটা জানিয়েছেন উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার। এ বিষয়ে বিভিন্ন গণমধ্যমে সংবাদ প্রকাশিত হলেও বেখবর এনজিও কর্তৃপক্ষ। নারী লোভী- লম্পট এনজিও কর্মকর্তারা বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে পরিচালিত (ইএফএসএন) প্রকল্পের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র কর্মকর্তা সেলিম উলাহ ও সাহেল সানজিদ। ভূক্তভোগী নারী সহকর্মীরা জানান, প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দিয়ে নারী সহকর্মীদের কু-প্রস্তাবসহ নানা ভাবে যৌন হয়রানি করে আসছে লম্পট সেলিম উলাহ। এছাড়াও চাকুরীর নাম দিয়ে গ্রামের সহজ সরল মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগও কম নয় তাদের বিরুদ্ধে। ভূক্তভোগী নারীদের কেউ কেউ চাকুরী পেলেও আবার বেশির ভাগ নারী নীরবে কাঁদছে নিজের সম্ভ্রম হারিয়ে এমনটাই জানান স্থানীয়রা। তবে প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদ ও ট্রেনিং এন্ড মনিটরিং কর্মকর্তা সেলিম উলাহর নারী প্রীতি সম্পর্কে (ডাবিউএফপি) এবং এনজিও কর্তৃপক্ষ অবগত থাকলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বলে জানান ভূক্তভোগীরা। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যা হলে প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদের আসর জমে নামী-দামী মদের বারে। অন্যদিকে সেলিম উলাহকে মদের বারে দেখা না গেলেও নারী নিয়ে জলসা আসরে জমে তার রঙ্গশালা। অনেক সময় মেয়ে নিয়ে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনেও তাদের দেখা মেলে। তবে এ পর্যন্ত ভূক্তভোগী নারীরা এনজিও কর্তৃপক্ষসহ থানায় অভিযোগ করলেও সন্তোষজনক প্রতিকার না পাওয়ায় হতশা হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অনেক নারীকে চাকুরী ছাড়তে বাধ্য করেছে। এ ব্যাপারে অভিযোক্ত সেলিম উলাহর সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অপর অভিযোক্ত সাহেল সানজিদ মোবাইল ফোন বন্ধ রাখেন। এ ব্যাপারে (রিক)’র সহকারী পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক একটি অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত সেলিম উল্লাহকে চৌকস করা হয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে অপরজনের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে রিকের ২ এনজিও কর্মকর্তাকে রোববার রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যার নং- ৬৭/১৯। সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments