বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

কলাপাড়ায় উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এস এম রাকিবুল আহসানের বাসভবনের সামনে গুলিবর্ষণ, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিঁনি বলেন, প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা দাবি করেণ। আর বলেন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁর বাসার সামনে সোমবার রাত সোয়া ৯টার দিকে প্রায় ১৫টি মোটরসাইকেলে করে অন্তত অর্ধশত যুবক অবস্থান নেয় এবং গুলিবর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিবুর রহমান, থানার ওসি মো. মনিরুল ইসলাম, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ঘটনাস্থল পরিদর্শণ করেন। কিন্তু পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। তিঁনি এব্যাপারে কলাপাড়া থানায় একটি জিডি করছেন। সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলার দুটি পৌরসভার মেয়র,নয় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা জানান, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রকাশ্যে হোন্ডা মহড়া দিয়ে একটি বাহিনী একেরপর সন্ত্রাসী কর্মকান্ড করলেও পুলিশ এদের গ্রেপ্তার করছে না। সংবাদ সম্মেলন শেষে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে যে শব্দ হয়েছে সে ঘটনার অনুসন্ধান চলছে। শব্দটা কীসের ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments