শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে ৭ম শ্রেণির ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেল

সাঁথিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে ৭ম শ্রেণির ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেল

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষাপেল ৭ম শ্রেণির এক ছাত্রী। জানা গেছে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের ছাতক-বরাট গ্রামের শাহাদতের ছেলে আমিরুলের সাথে একই গ্রামের শাহজাহান ডাক্তারের নাতনী এদ্রাকপুর আলীম মাদরাসার ৭মশ্রেণির ছাত্রী পিংকির বিয়ের আয়োজন তার নানার বাড়িতে চলছিল। খবর পেয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার বিকেলে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তার উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন দ্রুত সটকে পড়ে। এসময় কনে পক্ষ ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা মর্মে মুসলেকায় স্বাক্ষর করেন। প্রশাসনের হস্তক্ষেপে একজন কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। উপজেলার কয়েকজন সরকারী অনুমোদন প্রাপ্ত কাজী(ম্যারেজ রেজিট্রার) অভিযোগ করেন, তারা সচেতন হওয়ায় সম্প্রতি রোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ভুয়া কাজীর মাধ্যমে বিয়ের ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments