বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাবড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিয়টে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের দাবিতে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে উৎপাদন ও উন্নয়ন কাজের দক্ষ শ্রমিকরা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে গতকাল শুক্রবার সকাল ১০টায় সংগঠনের কার্যালয় থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। শেষে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ফুলবাড়ি শাখা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিক প্রমুখ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিনের উন্নয়ন ও উৎপাদন কাজে নিয়োজিত থেকে ১৫৪ জন শ্রমিক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোদমে উৎপাদনের গেলে কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে বাহির থেকে লোক নিয়োগের অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। বিষয়টি জানার পর থেকে শ্রমিকরা নিয়োগের দাবিতে দীর্ঘদিন থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করে আসছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে কর্তৃপক্ষ ২০জন শ্রমিক নিয়োগ দেওয়া প্রক্রিয়া শুরু করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে সেই নিয়োগ প্রক্রিয়াও বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি পূরণ না হলে আজ শনিবার (৬ জুলাই) ভোর থেকে রাজপথ-রেলপথ অবরোধ অবরোধ কর্মসূচি পালনসহ কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments