বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানদের মাঝে পুরুষ্কার বিতরন

লক্ষ্মীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানদের মাঝে পুরুষ্কার বিতরন

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ট শিক্ষক, শ্রেষ্ট প্রতিষ্ঠান, শ্রেষ্ট শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান আজ ৭ জুলাই (রোববার) দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস আর আরমান শাকিল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা হিসেবে ক্রেষ্ট তুলে দেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, রায়পুর হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারী কলেজ, আয়েশা কামিল মাদ্রাসা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বাংখা খাঁ উচ্চ বিদ্যালর্য়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি সাহা, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক একে এম মাহবুবুর রশিদ চৌধুরী, বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল হোসেন, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ শিক্ষার্থী আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আফরোজা পায়েল, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের শিক্ষার্থী অর্পিতা দাস অর্পা, বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া আক্তার ও শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রামগতি) আবুল কালাম আজাদ কে নির্বাচিত করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগীতা, স্কাউট, রোভারসহ বিভিন্ন ইভেন্টে শ্রেষ্টদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments