শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় নববধূর আত্মহত্যা

কেশবপুরে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় নববধূর আত্মহত্যা

জি এম মিন্টু: যশোরের কেশবপুরে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় সুমি খাতুন (২০) নামে এক নববধু বিষপানে আত্ন হত্যা করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, ৩ মাস আগে কেশবপুর উপজেলার ০৮ নং সুফলাকাটি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড কাঁকবাধাল গ্রামের মেম্বর আজিজুর রহমান পাশ্ববর্তি মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের ইউনুস আলী সরদারের মেয়ে মনিরামপুর সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী সুমি খাতুনকে বিয়ে করে। স্বামীর বয়স পঞ্চশের কাছে হওয়ায় বিয়ের শুরু থেকেই সুমির সাথে মেম্বর আজিজুরের মনদ্বন্দ্ব লেগেই থাকত। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মা এক প্রকার জোর জবরদস্তি করে তাকে ঐ বয়ষ্ক স্বামীর সাথে সংসার করতে বাধ্য করেন। দিনের পর দিন সুমি তার মনের সাথে যুদ্ধ করে নিজের ইচ্ছে শক্তির কাছে পরাজয় বরন করে অবশেষে মৃত্যুর পথ বেছে নেন। মঙ্গলবার সকালে সকলের অজান্তে বিষপান পান করলে কেশবপুর হাসপাতালে আনার সময় পতিমধ্যে সুমির মৃত্যু হয়। কেশবপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বলেন, জরুরী বিভাগে আনার আগেই সুমির মৃত্যু হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments