শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলালামা পৌরসভার উদ্যোগে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১৭০০ পরিবারের মাঝে চাল...

লামা পৌরসভার উদ্যোগে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১৭০০ পরিবারের মাঝে চাল বিতরণ

মো. নুরুল করিম আরমান: গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেছে বান্দরবানের লামা পৌরসভা কর্তৃপক্ষ। প্রতি পরিবারের মাঝে ১৫ কেজি হারে মোট ১ হাজার ৭০০ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। এ সময় নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। চাল বিতরণের সত্যতা নিশ্চিত করে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ও বুধবার অন্যসব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments