শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভৈরবে বর-কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বিয়ে পণ্ড, বরসহ আহত ৫

ভৈরবে বর-কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বিয়ে পণ্ড, বরসহ আহত ৫

কাগজ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিয়ে বাড়িতে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে ওই বিয়েই ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরের নাম নজরুল ইসলাম। গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে। পারিবারিক আলোচনার মাধ্যমে কালিকাপ্রসাদ ইউনিয়নে তাঁর বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে বরযাত্রী নিয়ে নজরুল ইসলাম কনের বাড়িতে আসেন। ভোজপর্ব শেষে বরপক্ষের একজন এসে বরকে জানান, ‘তাঁরা আগে যে মেয়েকে দেখে বিয়েতে মত দিয়েছিলেন, আজ কনে হিসেবে অন্য এক মেয়েকে দেখতে পাচ্ছেন।’ এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে বর বিয়ে করতে অসম্মতি জানান। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। শেষে কনেপক্ষের লোকজন বরপক্ষের ওপর চড়াও হয়। আহত পাঁচজন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
কনের বাবা বলেন, আমার যে মেয়েকে দেখে বিয়ে করতে রাজি হয়েছিল, আজ তারই বিয়ে হচ্ছে। অথচ মিথ্যা প্রশ্ন তুলে আমাদের সম্মানহানি করেছে বরপক্ষ। এই জন্যই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বর নজরুল ইসলামের ভাষ্য, বিয়ে নিয়ে প্রতারণার আশ্রয় নেয়ায় তিনি বিয়ে করতে অসম্মতি জানিয়েছিলেন।
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক মিয়া গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments