বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীদের পেটালেন সভাপতি

বাউফলে শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীদের পেটালেন সভাপতি

অতুল পাল: বাউফলের সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটালেন বিদ্যালয় ব্যবস্থাপণা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন মৃধা। তিনি বিদ্যালয়টির শিক্ষানুরাগী সদস্য হলেও তার কোন শিক্ষাগত যোগ্যতা নেই বলেও জানা গেছে। এঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক ও সহকারী শিক্ষা অফিসার মঈনুল ইসলাম। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের ব্যবস্থাপণা কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করে জানা গেছে, কোন কারণ ছাড়াই গত রোববার (২১ জুলাই) বেলা আড়াইটার দিকে সভাপতি মো. জালাল উদ্দিন মৃধা শ্রেণিকক্ষে ঢুকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চুল ধরে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এসময় কিছু শিক্ষার্থী ভয়ে দৌড়ে বিদ্যালয় ভবনের ছাদে আশ্রয় নিলে সেখানে গিয়েও তিনি তাদেরকে পিটিয়ে আহত করেন। ঘটনার প্রতিবাদে আজ সোমবার ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ করেছে। এক অভিভাবক জানান, আমাদের বাচ্চারা কোন অন্যায় করলে শিক্ষকরা বিচার করবেন। কিন্তু সভাপতি কী কারণে শিশুদেরকে পেটালেন? তিনি এর বিচার না হলে ওই বিদ্যালয়ে তাদের সন্তানদের আর পাঠাবেন না। অন্য এক অভিভাবক বলেন, সভাপতির তান্ডবে তার মেয়ে ভয় পেয়ে এখন স্কুলে আসতে চায় না। একাধিক অভিভাবকরা সভাপতির বিচার এবং তার পদত্যাগ দাবি করেছেন। এবিষয়ে সভাপতি মো. জালার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মারধর করার কথা স্বীকার করে বলেন, শিক্ষকরা ঠিকভাবে ক্লাস নেন না। ক্লাসে না গিয়ে লাইব্রেরিতে বসে সময় কাটান। শিক্ষকদের বারবার বলা হলেও তার কথার কর্ণপাত করছেন না। এই ক্ষোভ থেকেই তিনি শিক্ষার্থীদের মারধর করেছেন। তবে সভাপতির ওই অভিযোগ ভিত্তিহীন বলেছেন শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক সবিতা রানী পাল মারধরের কথা স্বীকার করে জানান, বিষয়টি তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক বলেন, সভাপতি শিক্ষার্থীদের মারধর কথা স্বীকার করেছেন। তার ওই ঘটনা অনভিপ্রেত। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments