শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময়...

পাবনায় প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

কামাল সিদ্দিকী: পাবনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে পাবনা সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী। পাবনা সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সিআরপি’র বিভাগীয় প্রকল্প কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম ও প্রতীক মহিলা ও শিশু সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান। সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সিআরপি’র সিনিয়র ফিজিওথেরাপিষ্ট হাসানুজ্জামান হাসান। বক্তারা প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন বলেন, সমাজ ও পরিবার প্রতিবন্ধীদের বোঝা মনে। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বা শহরের অভিজাত বিপনী ও শপিং মলে উঠানামা করার জন্য প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প (ঢালু সিঁড়ি) নেই। নেই প্রতিবন্ধী বান্ধব পৃথক টয়লেটের ব্যবস্থা। নতুন করে যে সকল গুলোতে র‌্যাম নির্মাণ করা হয়েছে তা প্রতিবন্ধী বান্ধব নয়। যে কারণে এখনও নানাভাবে দুর্ভোগের মধ্যে চলাফেরা করছে প্রতিবন্ধীরা। এ পরিস্থিতি থেকে উত্তোরণে সরকার ও সুশীল সমাজের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। মতবিনিময় সভায় সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডিএফআইডি। সভায় জানানো হয় পাবনায় পক্ষাঘাতগ্রস্তদের হাসপাতাল নির্মাণ করা হবে। ইতোমধ্যে পাবনা ডায়বেটিক সমিতি হাসপাতাল করতে দেড় বিঘা জমি দান করেছেন। আগামি তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা নিয়মমাফিক দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা ও সহায়তা পাবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments