শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জেনারেটরের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জেনারেটরের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বালু সরবরাহকৃত ড্রেজারের জেনারেটরের তারে জড়িয়ে মো. আলম বেপারী (৫৫) নামের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। বুধবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রাবনাবাদ নদীর তীরে খান-১৫ বালুর ড্রেজারের একটি পাইপ ঝালাই করার সময় পড়ে থাকা বিদ্যুৎতের তার সড়াতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষনা করে। নিহত শ্রমিকের বাড়ি চাঁদপুর জেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিসাট গ্রামে। তার পিতার নাম মৃত মিয়াজ উদ্দিন বেপারী। ড্রেজারের মিস্ত্রি মো. হামিদুল সওদাগর জানান, ড্রেজারের জেনারেটরের পাইপ ছিদ্র হওয়া একটি পাইপ ঝালাই দিচ্ছিলেন।এসময় ঝালাই মেশিনের বৈদ্যুতিক তার হাত দিয়ে সড়ানোর সময় বিদ্যুৎপৃস্ট হয়ে পরে চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে জেনারেটর বন্ধ করে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। কলাপাড়া থানা পুলিশ জানায়, নিহত শ্রমিকের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments