শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলানিষেধাজ্ঞা সত্ত্বেও রাতে বাদাই জালে ধরা ও দিনে বিক্রি হচ্ছে পোনা মাছ

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতে বাদাই জালে ধরা ও দিনে বিক্রি হচ্ছে পোনা মাছ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে প্লাবিত মাঠ ঘাট থেকে বাদাই জালে পোনা মাছ ধরা ও বিক্রি চলছে। রাতের বেলায় বেশি বাদাই জাল টেনে মাছ ধরা হচ্ছে। অথচ প্লাবন এলাকায় এভাবে বাদাই জালে পোনা মাছ ধরতে মানা আছে। উল্লাপাড়ার মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, বাঙ্গালা, দূর্গানগর, কয়ড়া, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন এলাকার মাঠের পর মাঠ জুড়ে এখন বন্যার পানিতে তলিয়ে আছে। খোজ নিয়ে জানা যায়, এসব ইউনিয়ন এলাকার মাঠ ঘাটে বন্যার পানি থেকে প্রতি রাতেই বাদাই জাল টেনে পোনা মাছ সহ সব ধরনের মাছ ধরা হচ্ছে। এছাড়া দিনেও বেলাতেও বাদাই জালে পোনা মাছ ধরা হচ্ছে। প্রতিটি জালে ১০ থেকে ১২ জন মাছ ধরায় খাটছে। রাতের বেলায় ধরা পোনা মাছ সকালে গ্রাম এলাকায় বাজার গুলোয় বিক্রি হচ্ছে। উল্লাপাড়ার নাগরৌহা, ভদ্রকোল, চড়–ইমুড়ী তিনমাথায়, বিনায়েকপুর, গয়হাট্টা, কয়ড়া, রাজমান, মোহনপুর এলাকায় প্রতিটি বাজারেই এ মাছ বিক্রি করা হচ্ছে। বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর লিটন জানান, তার এলাকায় বাদাই জাল টেনে মাছ ধরার বিষয়ে জানতে পারলে তিনি বিভিন্ন মাধ্যমে তাৎক্ষনিক তা ধরতে নিষেধ করছেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম জানান, উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় রাতে ও দিনে বাদাই জালে পোনা মাছ ধরার বিষয়ে বিভিন্ন মাধ্যমে জেনেছেন। এসব বাদাই জালে মাছ ধরা অবৈধ। এভাবে মাছ ধরার বিরুদ্ধে অবিলম্বে অভিযান চালানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments