শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার মিনুর উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার মিনুর উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্যানচালক মিনুর উপর ছেলেধরা সন্দেহে গনপিটুনিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মিনুর ছেলে প্রথম শ্রেণিতে পড়–য়া রাহাতের দাবী, আমার বাবাকে যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই, বাবাকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই। শুক্রবার (২৬ জুলাই) দুপুর ৩ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানবন্ধনে মিনু মিয়ার ছোট বোন বলেন, আমার ভাইকে যারা মেরেছে তাদের চূড়ান্ত বিচার ও ফাঁসি চাই। এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক আক্তার হোসেন খান, আব্দুল লতিফ তালুকদার, জুলিয়া পারভেজ, ফরমান শেখ, নাসির উদ্দিন প্রমুখসহ মিনু মিয়ার পরিবারের লোকজন ও এলাকার সর্বস্তরের জনগণ। প্রসঙ্গত প্রকাশ ও জানা যায়, মিনু মিয়া ভূঞপুুর উপজেলার বন্যা কবলিত এলাকা টেপিবাড়ির কোরবান আলীর ছেলে । পেশায় তিনি অটো-ভ্যান চালক। সে কালিহাতীর সয়া হাটে গিয়েছিলেন মাছ ধরার জাল কিনতে যায়। হঠাৎ ছেলেধরা সন্দেহে তার উপর উত্তেজিত হয়ে বেধড়ক গণপিটুনি দেয় উপস্থিত জনতা। রোববার (২১ জুলাই) দুপুরে উপজেলার সয়া হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা অবনিত হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বর্তমানে সে আশংকা অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে অন্য একটি অনুষ্ঠানে শুক্রবার (২৬ জুলাই) সকালে সাংবাদিকদের মিনুর প্রশ্নের উত্তরে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, মিনু মিয়াকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির দেয়ার দায়ে ইতিমধ্যে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তিনি ছেলেধরা গুজবের বিষয়ে জনগনকে আরোও সতর্ক থাকার পরামর্শ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments