শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অথৈই পানির মাঝে দ্বিতল ঈদগাহ মাঠ

উল্লাপাড়ায় অথৈই পানির মাঝে দ্বিতল ঈদগাহ মাঠ

সাহারুল হক সাচ্চু: একেবারে খোলা প্রান্তর। চারদিকে বন্যার অথৈই পানি। এরই মাঝে ঈদগাহ মাঠ। তবে এটি পাকা আর দ্বিতল। তিন গ্রামবাসীদের ঈদ নামাজের মাঠ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে বিশাল এলাকা জুড়ে তিন গ্রামের একটি আবাদি মাঠ। বর্ষাকালের শুরু থেকেই মাস চারেক সময় পুরো মাঠ এলাকা বন্যার পানিতে তলিয়ে থাকে। স্থানীয় নরসিংহপাড়া, শুকলাই ও শুকুল হাট গ্রামবাসীদের ঈদ নামাজ পড়তে এ ঈদগাহ মাঠটি নির্মাণ করা হয়েছে। তিন গ্রামের সীমানায় আরসিসি উচু পিলারের উপর ঢালাই দিয়ে মাঠ বানানো হয়েছে। বর্ষাকালে এক সঙ্গে প্রায় আড়াই হাজার মুসুল্লী জামাতে নামাজ পড়তে পারবে। আর শুকনো মৌসুমে নিচতলা ও দোতলা মিলে নামাজ আদায় করতে পারবে প্রায় পাচ হাজার মুসুল্লী। ব্যারিষ্টার রওশন-জাহান ফাউন্ডেশনের উদ্যোগে এটি নির্মাণ করা হয়েছে। এর পেছনে এ যাবত প্রায় ৫৬ লাখ টাকা ব্যায় হয়েছে। বিগত ২০১৫ সালের ২৩ অক্টোবর এর নির্মাণ কাজ শুরু করা হয়। পুরোপুরি নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ঈদগাহ মাঠটিতে নামাজ পড়তে গ্রাম তিনটির বসতিদেরকে বাড়ী থেকে নৌকায় আসা যাওয়া করতে হয়। এ ঈদগাহ মাঠ নির্মানের মুল পরিকল্পনাকারী হলেন সাহিত্যিক, সাংবাদিক, জ্যোতি প্রকাশ এর প্রকাশক মোস্তফা জাহাঙ্গীর আলম। তিনি জানান, ঈদগাহ মাঠটি আগে থেকে থাকলেও বর্ষাকালে পানি ওঠায় ঈদের নামাজ পড়া যেত না। বড়পাঙ্গাসী ইউনিয়নের গ্রাম তিনটির বাসিন্দাদের সহ বিভিন্ন এলাকার ব্যাক্তি বর্গের টাকা সহায়তা নিয়ে এটি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে আরো মোটা অংকের টাকার দরকার রয়েছে। তার বক্তব্যে, ইচ্ছে থাকলে এমন উদ্যোগের বাস্তবায়ন সহজেই করা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments