শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: দেশের প্রতিটি বিভাগে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সরবরাহ করে কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ- বন্ধের দাবিতে বুধবার দপুরে নগরীর শাপলা চত্তরে ছাত্র সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছাত্রনেতা যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রাধা রাণী বর্মণ, সমন্বিত পলিটেকনিক শাখার সভাপতি প্রহলাদ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক রিনা মুরমু প্রমুখ। বক্তারা বলেন, সরকার শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করছে। সারাদেশে গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি-লুটপাট চলছেও এর কোন বিচার পাচ্ছেনা মানুষ। এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করে যাবে বলে জানান। বক্তারা সারাদেশে ডেঙ্গু মোকাবেলায় সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ, শতভাগ বিনামূল্যে চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি। শাপলা চত্বরে ছাত্রসমাবেশ শেষে নগর কমিটির পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাধা রাণী বর্মণ। যুগেশ ত্রিপুরাকে সভাপতি ও মৌসুমী আক্তার মৌকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নগর কমিটি গঠন হয়। পরে একটি র‌্যালি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments