শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাউন্ডারী ওয়াল ভাংচুর

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাউন্ডারী ওয়াল ভাংচুর

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ গ্রামে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক সৌদি প্রবাসীর বাড়ির বাউন্ডারী ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদ আলী ও জোবায়েদ আলী নামে ২ ভাইয়ের বিরুদ্ধে নাজিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করে। এজাহার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন রতনপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার পুত্র ও সৌদি প্রবাসী আনোয়ার হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৭৫ নং সমসেরাবাদ মৌজার ৯নং ওয়ার্ড ১৭৮ নং খতিয়ানের ৬৩২ দাগে ২ শতাংশ ও ৬৩৩ দাগে ১ শতাংশ জমি বিগত ২০১৩ সালে ক্রয় করে ভোগদখল করে আসছে। সম্প্রতি আনোয়ার হোসেন দেশে এসে তার নিজস্ব সম্পত্তি উপর বাউন্ডারী ওয়াল তৈরি করে। কিন্তু গত কাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদ এর পুত্র মোহাম্মদ আলী ও ভাই জোবায়েদ আলীর দাবীকৃত ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তারা লোকজন নিয়ে আনোয়ার হোসেনের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পালিয়ে যায়। এতে প্রবাসীর ১ লাখ টাকা মালামাল ক্ষতি সাধিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের শশ্বর নাজিম উদ্দিন বাদী হয়ে মোহাম্মদ আলী ও তার ভাই জোবায়েদ আলী নামে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল আলিম জানান, খবর পেয়ে ঘটনারস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments