শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ৩২ হাজার পরিবারের জন্য বিশেষ বরাদ্দ

সুন্দরগঞ্জে ৩২ হাজার পরিবারের জন্য বিশেষ বরাদ্দ

আবু বক্কর সিদ্দিক: আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে এবারে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রায় ৩২ হাজার পরিবারের জন্য বিশেষ বরাদ্দ এসেছে ৪শ’ ৭৯ দশমিক ৭শ’ মেট্টিক টন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হল ‘ঈদ-উল আযহা’। এ উৎসব প্রাণবন্ত ও আনন্দ মুখর করতে এবারে উপজেলার ১৫টি ইউনিয়নসহ পৌরসভার দুঃস্থ ও অসহায় পরিবার প্রতি ১৫ কেজি করে ৩১ হাজার ৯শ’ ৮০ পরিবারকে বিশেষ বরাদ্দের (ভিজিএফ) দেয়া হবে ৪শ’ ৭৯ দশমিক মেট্টিক টন চাল। স্থানীয় পর্যায়ে (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) ইতোমধ্যে এসব দুঃস্থ পরিবারের তালিকা প্রণয়ন করা হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)- নূরুন্নবী সরকার জানান, আসন্ন ঈদুল আযহার আগেই প্রণীত তালিকানুযায়ী এসব দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments