শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাডেঙ্গু রোগীদের বিনামূল্য চিকিৎসার দাবিতে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

ডেঙ্গু রোগীদের বিনামূল্য চিকিৎসার দাবিতে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

জয়নাল আবেদীন: এডিস মশা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডেঙ্গুতে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার দাবিতে রবিবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ, সমাবেশ করেছে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ণ বিরোধী নারীমঞ্চ। সমাবেশ শেষে তারা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করে। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে এডিশ মশা স্তিার লাভ করেছে। ডেঙ্গ রোগ মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রংপুরেও এডিস মশার বিস্তার ঘটছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীরা ঠিকমত চিকিৎসা পাচ্ছে না। ডেঙ্গু রোগীদের নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চিকিৎসা বাণিজ্যে মেতেউঠেছে। ডেঙ্গুতে মানুষ মৃত্যুবরণ করলেও সরকারের টনক নড়েনি। বক্তারা বলেন, কোন অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হওয়ার আগেই এডিস মশার বিস্তার রোধে রংপুর সিটি কর্পোরেশনকে মশক নিধন অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্তদের নিয়ে চিকিৎসা বাণিজ্য বন্ধ ও বিনামূল্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা রংপুরের সকল বাম-প্রগতিশীল রাজনৈতিক দল জনগণকে সাথে নিয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। সমাবেশ শেষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মেয়র এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন। বিক্ষোভ- সমাবেশে বক্তব্য রাখেন পলাশ কান্তি নাগ, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ রায়,সদস্য সবুজ রায়,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার,সুলতানা আক্তার প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments