মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় চামড়া কেনায় ফড়িয়ারা পাচ্ছে না চালানের সহায়তা: বকেয়া প্রায় আড়াই কোটি...

উল্লাপাড়ায় চামড়া কেনায় ফড়িয়ারা পাচ্ছে না চালানের সহায়তা: বকেয়া প্রায় আড়াই কোটি টাকা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানীর পশু চামড়ার ফড়িয়া ব্যবসায়ীরা এখন মহাজনদের সাথে যোগাযোগ করছেন। এরা চাইছে চামড়া কেনায় চালান (মুলধন) সহায়তা। তবে বেশি জনই জানছে মহাজনদের কাছ থেকে এবারে চালানের সহায়তা পাবে না। এদিকে চামড়া ব্যবসায়ী মহাজনেরা মুলধন ( পুজি ) নিয়ে এখন চিন্তিত সময় পার করছে। এদের মুলধনের ঘাটতিতে চামড়া কেনায় কি দিয়ে কি করবেন সে সব ভাবছেন। এরা মোকামের মহাজনদের কাছে পাওনার প্রায় আড়াই কোটি টাকা এখনো পায়নি। এ টাকা মাসের পর মাস ধরে বকেয়া পড়ে আছে বলে জানা যায়। উল্লাপাড়ার হাটিকুমরুলে (সিরাজগঞ্জ রোড পয়েন্ট) মোট ২৮টি চামড়ার আড়ত গুদাম রয়েছে। এখানকার আড়তে সারা বছরই পশু চামড়া কেনা বেচা করা হয়। আর চামড়া ব্যবসায় জড়িত আছে ২শ ৭ জন। এখানকার বেশির ভাগ আড়ত থেকে কোনবানীর ঈদের এক দুদিন আগে ফড়িয়া শ্রেণীর ব্যবসায়ীদের চামড়া কেনায় চালান সহায়তা দেওয়া হয়ে থাকে। আড়তের মহাজনেরা চামড়ার মোটামুটি দরদামও বেধে দেয়। উল্লাপাড়া সদরের শ্যামলীপাড়ায় এমন ক’টি চামড়ার আড়ত রয়েছে। গত দিন চারেক হলো বিভিন্ন এলাকার ফড়িয়া শ্রেণীর ব্যবসায়ীরা আড়তগুলোর মহাজনদের সাথে যোগাযোগ শুরু করেছে। এরা চামড়া কেনায় মহাজনদের কাছ থেকে চালানের সহযোগীতা চাইছে। এরা মুলতঃ চামড়ার মৌসুমি ফড়িয়া ব্যবসায়ী। কোরবানীর ঈদের দিনে এরাই এ গ্রাম সে গ্রাম ঘুরে চামড়া কিনে আড়তগুলোয় বিক্রি করে থাকে। জানা গেছে এবারে বেশিজন মহাজন ফড়িয়াদেরকে চালান সহায়তা দিতে পারছে না। এর মুল কারণ মহাজনদেরই পুজির ঘাটতি বলে জানা যায়। এদিকে মহাজনদের কাছ থেকে চালান সহায়তা না পেয়ে আগ্রহ থাকলেও অনেক ফড়িয়া চামড়া কিনতে পারবেনা। আবার কেউ কেউ অন্য উপায়ে চালানের টাকা সংগ্রহ করবে এমন জানা গেছে। উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়নের গ্রামগুলোয় কোরবানী পশুর চামড়া ফেলে দেওয়া দরে কেনা বেচা হয়ে থাকে। এমন চলছে গত বছর তিনেক হলো। গ্রামগুলো থেকে ফড়িয়া শ্রেণীর ব্যবসায়ীরা চামড়া কিনে থাকে। এরা নানা অজুহাতে কম দামেই কোরবানী দাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তে বিক্রি করে। একাধিক ফড়িয়া ব্যবসায়ী জানায়, তারা অন্য পেশায় কাজ করে থাকে। কোরবানী ঈদে মহাজনদের কাছ থেকে চালানের টাকা নিয়ে গ্রাম ঘুরে চামড়া কিনে তা টাকা দাতা মহাজনদের কাছেই বিক্রি করে থাকে। এতে কিছু টাকা আয় হলে ঈদের খরচ মেটানো যায়। এবারে চালানের সহায়তা পাবেনা জেনে অন্য উপায়ে টাকা যোগাড়ের চেষ্টা করছে। যদি মেলে তবেই চামড়া কিনতে গ্রামে নামবে। হাটিকুমরুলে চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন রয়েছে। উল্লাপাড়াসহ আশেপাশের বিভিন্ন এলাকার চামড়া ব্যবসায়ী মহাজন সংস্থাটির সদস্য। এ সংস্থার সভাপতি মোঃ মানিক মিয়া জানান, তারা সামনের কোরবানী পশু চামড়া কেনার মোটামুটি প্রস্তুতি নিতে শুরু করেছে। হাটিকুমরুলের আড়ত গুদাম গুলো গুছিয়ে তোলা হচ্ছে। এখানকার বেশির ভাগ ব্যবসায়ী মুলধনের ঘাটতিতে আছে। নাটোরসহ অন্য এলাকার মহাজনদের কাছে তারা প্রায় আড়াই কোটি টাকা পাবেন। তাদের এ পাওনা প্রায় তিন বছরের। তিনি আরো জানান, ঈদ সামনে পাওনার কিছু টাকা তাদেরকে দেওয়া হলেও তাদের কাছেই চামড়া বেচায় বকেয়ার টাকা আবারোও বেড়ে যায়। নিজেদের মুলধনের ঘাটতিতে ফড়িয়া শ্রেণীর ব্যবসায়ীদেরকে গ্রাম ঘুরে চামড়া কেনায় টাকা দিয়ে সহযোগীতা করতে পারছে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments