মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে ত্রান নিতে এসে অতিথি হয়ে করলেন ত্রান বিতরন

এনায়েতপুরে ত্রান নিতে এসে অতিথি হয়ে করলেন ত্রান বিতরন

মারুফা মির্জা: বন্যায় বাড়িতে পানি উঠে যাওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর গ্রামের কুলি বৃদ্ধ সাধন চন্দ্র সিং নানা ভাবে ছিলেন ক্ষতিগ্রস্ত। ঢাকার কজন মানবতাবাদী মানুষ ও সেবা সংগঠন ইটিভি একুশে ফোরামের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে ত্রান বিতরন হচ্ছিল। আগে থেকেই পাওয়া তিনি একটি ত্রানের কার্ড নিয়ে সেখানে হাজির হয়ে আরো ৮০ জন অসহায় মানুষের সাথে লাইনে সম্পৃক্ত হন। তখন ত্রান বিতরন কাজের উদ্যোক্তারা সাধন সিং কে ডেকে নিয়ে অতিথি হয়ে বিতরন কাজ করতে বলেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানালেও না মেনে নিয়ে তাকে দিয়েই ত্রান বিতরন কাজ শুরু করা হয়। সেমাই, চিনি, দুধ, ডাল, তেল, আলু ও সাবানের একটি প্যাকেট একের পর এক তিনি তুলে দেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। তার মত ত্রান নিতে এসে অতিথি হন ভ্যান চালক ইদ্রিস আলী, বৃদ্ধা খোদেজা খাতুন, রওশন আরা সহ ৮/১০ জন। তারা অনেকটা সন্তুষ্টি প্রকাশ করে জানান, বড়লোক নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরাই আমাদের ত্রান দেয়। আর আমরা গিয়ে নিয়ে থাকি। তবে এবার আমরা গিয়ে নিয়েছি এবং অন্যকে দিয়েছি। আর যারা আয়োজন করেছিল তারা আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। এমন উদ্যোগ আমাদেরকে দারুন ভাবে উৎসাহিত করেছে। আমরাদের সম্মান করায় তাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে একই ভাবে আরো ১১০টি পরিবারের মাঝে শুক্রবার সকালে এনায়েতপুর কিশলয় কিন্ডার গার্টেন স্কুল চত্ত্বর হতে চাল সহ ঈদ উপলক্ষে একই ত্রান সামগ্রী বিতরন করা হয়। ত্রান বিতরনের উদ্যোক্তা ঢাকার মাকসুদা আনাম শিলু ও ইটিভি একুশে ফোরামের সভাপতি আকতারুজ্জামান তালুকদার, সদস্য মোশারফ হোসেন খান জানান, আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নেয়ায় বেশি কিছু করতে পারিনি। আমাদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সংগঠনটি মিলে ৪৭ হাজার টাকায় এ ত্রান সহায়তা উপহার হিসেবে বিতরন করেছি। আমরা অসহায়দের সম্মান করেই আত্বতৃপ্ত হই। সে লক্ষেই সাধ্যনুযায়ী এ কাজ আমরা অব্যাহত রাখবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments