মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকাশ্মীরে ভারতীয় অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাশ্মীরে ভারতীয় অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাবারক হোসেন আজাদ: আন্তর্জাতিক নীতি ও আদর্শের তোয়াক্কা না করে কাশ্মীরে ভারতের বিজেপি সরকারের অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পর শহরের দক্ষিণ তেমুহনী মার্কাজ মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে এসে সমাবেশ মিলিত হয়। লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনটির জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাও. মহি উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাও. দেলাওয়ার হোসাইন, জেলা জয়েন্ট সেক্রেটারী মাও. আ হ ম নোমান সিরাজী, মাও. জহিরুল ইসলাম, ছাত্র নেতা মোহাম্মদ নুরুল আলম প্রমূখ্য। সমাবেশে বক্তারা জানান, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সাহিত্য শাসিত কাশ্মীরী মুসলিম জনগনের নাগরিক ও মানবিক অধিকার হরণ করেছে। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে লক্ষাধিক সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি করে গোটা কাশ্মীরকে জ¦লন্ত কারাগারে পরিণত করা হয়েছে। যা আন্তর্জাতিক নীতি ও আদর্শের বহিঃর্ভূত। এতে সমগ্র বিশে^র মুসলমান ক্ষোভ পেটে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্র কাশ্মীরের দ্বীনি মুসলমান ভাইদের রক্তাক্ত পরিস্থিতি কোন অবস্থায় মেনে নেবে না বিশ^ মুসলিম উম্মা। কাশ্মীরের উপর ভারতের গণহত্যা, জুলুম নির্যাতনসহ হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবী জানান বক্তারা। অন্যথায় কাশ্মীরের সংখ্যাগরিষ্ট মুলমানদের রাষ্ট্র রক্ষায় ভারত সরকারের বিরেুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন বক্তারা। এসময় ভারত রাষ্ট্রদূতকে ডেকে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদ করা বাংলাদেশ সরকারের কর্তব্য বলেও পরামর্শ দেন বিক্ষোভ করারীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments