বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলারংপুর বিভাগের ৫ জেলায় দারিদ্রতার হার বেশি

রংপুর বিভাগের ৫ জেলায় দারিদ্রতার হার বেশি

জয়নাল আবেদীন: দেশের উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় করনের বিকল্প নেই জানিয়ে, এনজিওদের সংগঠন সিএসও এনজিওর রংপুর বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা আকবর হোসেন সংবাদ সন্মেলনে বলেছেন রংপুর বিভাগের ৫টি জেলায় দারিদ্রতার হার বেশি। রংপুর কুড়িগ্রাম,গাইবান্ধা লালমনিরহাট এবং নীলফামারী এসব এলাকার প্রায় ৫০ ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে। এখানে উন্নয়ন বরাদ্দ মাত্র ১ শতাংশ। উন্নয়নের বেশিরভাগ বরাদ্দ দেওয়া হচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে। তিনি বলেন রহিঙ্গাদের ভাগ্য উন্নয়নে যেসকল এনজিও কাজ করছে তার ৬০ ভাগ অর্থ তারা নিজেরাই খরচ করছে। রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন। লিখিত সংবাদ সন্মেলনে বলা হয়, উন্নয়ন ও মানবিক সহায়তার জন্য গ্রান্ড বারগেইন ও চার্টার ফর চেঞ্জ প্রতিশ্রুতির মাধ্যমে সকল দাতা সংস্থা ও আন্তজাতিক এনজিও সমূহ মাঠ পর্যায়ে সরাসরি কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হযনি। গত ৬ জুলাই ঢাকায় ৭শ সংস্থা ও ২০ আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে চাই সকলের অংশগ্রহণ ও সম্পূরক ভুমিকা শীর্ষক সনদ তুলে ধরা হয়। বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ নিস্পত্তি করতে হবে বলে সংবাদ সন্মেলনে বলা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বর্ননারী এসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, এডাব সদস্য সচিব আহসান হাবীব রবু, সদস্য সারথী রানী সাহা, সনাকের সভাপতি মোশফেকা রাজ্জাক, জামিল খন্দকার প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments