বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে হাঁসে বীজ নষ্ট করার প্রতিবাদ করায় ৫ জনকে পিটিয়ে জখম

বাউফলে হাঁসে বীজ নষ্ট করার প্রতিবাদ করায় ৫ জনকে পিটিয়ে জখম

অতুল পাল: বাউফলে ধানক্ষেতের রোপা বীজ নষ্ট করার প্রতিবাদ করায় ইমরান খাঁন(১৮) ও ফয়সাল খাঁন(২৩) নামে দুই সহোদর ভাইকে পিটিয়ে জখম করে দঁড়ি দিয়ে বেঁধে উঠানে ফেলে রাখার ঘটনা ঘটেছে। এসময় আরো ৫ ব্যাক্তি আহত হয়েছে। আজ রোববার সকাল ৭ টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ইমরান খান(১৮) ফয়সাল খাঁন(২৩) ইকবাল খাঁন(১৬) ও হালিম গাজীকে(৫৫) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগষ্ট আনসার খাঁনের ধানক্ষেতের রোপা বীজ নষ্ট করে তাঁরই বোন জামাই মন্নান খানের পালিত এক পাল হাঁস। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আনসার খানের ছেলে ইমরান ও ফয়সালের সাথে মন্নান খানের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার সকালে ইমরান গরুর জন্য খড় আনতে গেলে মন্নান খানের ভাই মতলেব খাঁন ও আনসার খাঁনের ভাই হানিফ খাঁনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক ইমরানকে মারধর করতে থাকে। খবর পেয়ে ইমরানের ভাই ফয়সাল ও ইকবাল তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। এরপর ইমরান ও ফয়সালকে দঁড়ি দিয়ে বেঁধে বাড়ির উঠানে ফেলে রাখে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও ফয়সালকে উদ্ধার করে। এসময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ইমরানের বাম হাতের একটি হাড় ভেঙে গেছে এবং অন্য রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম ও ভিতরে রক্ত জমাট বেঁধে আছে। আমরা তাদেরকে প্রাথমকি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments