শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলের হাটবাজারে 'মানুষখেকো' নিষিদ্ধ পিরানহা

বাউফলের হাটবাজারে ‘মানুষখেকো’ নিষিদ্ধ পিরানহা

অতুল পাল: বাউফলের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাক্ষুষে জাতের এ মাছ প্রকাশ্যে বিক্রি হলেও উপজেলা মৎস কর্মকর্তা বিষয়টি জানেনা। অভিযোগে রয়েছে, মৎস অফিস থেকে নিয়মিত মনিটিরিং না থাকার কারণেই কিছু অসাধু মাছ বিক্রেতরা নিষিদ্ধ এ মাছ বিক্রি করছে। গ্রামের মানুষ এ মাছের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে না জানার কারণে অনায়াসেই এগুলো বিক্রি করতে পারছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পিরানহা নামের ভিনদেশি এ মাছ অনেক আগেই আমাদের দেশে এসেছে। মাছটি আমাদের দেশীয় মাছ ও অন্যান্য জলজ জীবকুলের জন্য বিপদজনক, এটি জলজ পরিবেশের সবকিছু খেয়ে উজাড় করে দিতে সক্ষম। তাই সরকার এ মাছটির প্রজনন, চাষ, ক্রয়, বিক্রয় নিষিদ্ধ করেছেন। সরেজমিন দেখা যায়, উপজেলার কালাইয়া বন্দরের বৃহত্বম মাছের বাজারে মাছ ব্যবসায়ীরা ডালা পেতে প্রকাশ্যে বিক্রি করছেন নিষিদ্ধ এই পিরানহা মাছ। ব্যবসায়ীরা ক্রেতাদের চাইনিজ রুপচাঁদা বলে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছে। দেখতে আকর্ষনীয় ও দামে সস্তা হওয়ায় ক্রেতারা মাছটি কিনে নিচ্ছেন। কাশেম নামের এক মাছ বিক্রেতাকে পিরানহা মাছ কোথায় পেয়েছেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাউফল বাজার থেকে বিক্রির জন্য কিনে এনেছি। তবে নাম প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী জানান, স্বপন নামের একমাছ ব্যবসায়ী ঢাকাএবং বরিশাল থেকে এ মাছ কিনে এনে বাউফলের হাটবাজরে পাইকারী দরে বিক্রি করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাউফল পৌর শহরসহ প্রায় সকল বাজারেই বিক্রি হচ্ছে নিষিদ্ধ এই পিরানহা মাছ। উপজেলার একজন সফল মাছ চাষি সাইফুল ইসলাম রিপন জানান, বাউফলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে এমনটি শুনে তিনি অবাক হয়েছেন। এটা দেশের মৎস ভান্ডারের জন্য দুঃসংবাদ। আমি আশা করব দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টগণ এ বিষয়ে ব্যবস্থা নিবেন। উপজেলা মৎস অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন মনিটরিংয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, আমারা এ বিষয়ে সচেষ্ট, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা মৎস কর্মকর্তা মোল্লা ইমদাদ উল্লাহ্ধসঢ়; বলেন, আমি নিজে এর বিরুদ্ধে মোবাইল কোর্ট করব। আর উপজেলার মৎস কর্মকর্তাকে বলে দিচ্ছি সে যেন ব্যবস্থা নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments