রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাদিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৪

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৪

বাংলাদেশ প্রতিনিধি: দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে মালবাহী ট্রাকের সাথে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ৪ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার রাত ১০টায় পার্বতীপুর উপজেলার আমবাড়ীস্থ বাজিতপুর মোড় নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের আবেদুল শাহের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই উপজেলার আমবাড়ী গ্রামের মো. রুকোনুজ্জামান রুকুর ছেলে অন্তর (৩২),দৌলতপুর ইউনিয়নের নুরুল শাহ্’র ছেলে রাজু (২৫) এবং সদর পশ্চিম রামনগর জামায়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে আশিক (২৮)।
এ ঘটনা নিশ্চিত করেছেন পার্বতীপুর আমবাড়ী বিশেষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এশরাকুল ইসলাম। তিনি জানান, ৬ আরোহী দু’টি মোটরসাইকেল যোগে ফুলবাড়ি থেকে দিনাজপুর সদরের দিকে যাচ্ছিলেন। রাত ১০টায় তারা বাজিতপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহত দু’জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments