হুমায়ুন কবির: নেত্রকোনার সদর উপজেলায় মেদনী ইউনিয়নের দিঘজান এলাকায় মটরসাইকেল চাপায় মসজিদের ঈমাম নিহত ও চালক ফুরকান (২১) গুরুতর আহত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈমামের নাম মো. আব্দুল্লাহ (৫৩)। সে জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউপির দেওপুর গ্রামের মৃত মসরফ খানের ছেলে।
আহত চালক ফুরকান জেলার কলমাকান্দা উপজেলায় পাগলা এলাকার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে মেদনী ইউনিয়নের দীঘজান বাটলি ভিটা জামের মসজিদের ঈমাম আব্দুল্লাহ ঔষধ কিনতে দোকানে যাচ্ছিলেন। এ সময় কলমাকান্দা থেকে নেত্রকোনা যাওয়ার পথে মোটরসাইলটি ঈমাম আব্দুল্লাকে চাপা দিলে ঘটনাস্থলে ঈমাম ও চালক ফুলকান গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. নিজামুল হাসান ঈমাম আব্দুল্লাকে মৃত ঘোষনা করেন। চালক ফুলকান আশংকাজন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরী করার সময় সদর থানার এসআই দুলাল বলেন, সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। নিহতের স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।