বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লার চান্দিনা উপজেলায় নৌকা বিরোধীদের বয়কটের সিদ্ধান্ত

কুমিল্লার চান্দিনা উপজেলায় নৌকা বিরোধীদের বয়কটের সিদ্ধান্ত

মোঃ ওসমান গনি: চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার (৩১ আগস্ট) বিকালে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ও এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

প্রধান অতিথি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে যারা আওয়ামীলীগের কর্মী হয়েও নৌকার বিরুদ্ধে নির্বাচনী প্রচার-প্রচারণা সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এমনকি আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে দলের বিরুদ্ধে কর্মকান্ড পরিচালনা করেছেন তাদেরকে বয়কট করতে হবে। চলমান ওয়ার্ড কমিটির সম্মেলন, ইউনিয়ন ও পৌরসভার সম্মেলনে কমিটি গঠনের সময় তাদেরকে চিহ্নিত করতে হবে। যেন তারা কোন পদ-পদবী না পায়।’ প্রধান অতিথি আরও বলেন- ‘চান্দিনায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ খন্দকার এর জন্মস্থান। তার ফ্রিডম পার্টির কর্মী বাহিনী এখনও সক্রিয় রয়েছে। তারা দলের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় আছে।’ এ বিষয়ে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

সভায় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী, মহিলা আওয়ামীলীগ নেত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান মো. অহিদউল্লাহ্, একেএম মামুনুর রশিদ আবু চেয়ারম্যান, মো. জসিম উদ্দিন চেয়ারম্যান, হারুন অর রশিদ চেয়ারম্যান, মো. সাহাবুদ্দিন মাস্টার চেয়ারম্যান, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন ভূইয়া, বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদু সাত্তার, মাইজখাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আশেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments