শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলা৫০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে প্রাণ হারান মিলন

৫০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে প্রাণ হারান মিলন

বাংলাদেশ প্রতিবেদক: মাত্র ৫০ টাকা ভাড়ায় নুর উদ্দিন ওরফে সুমন নামে এক যাত্রী নিয়ে গুলিস্তান যাচ্ছিলেন রাইড শেয়ারে মোটরসাইকেল চালক মো. মিলন (৩৫)। কিন্তু যাত্রীবেশী এই ব্যক্তি মালিবাগ-মৌচাক উড়াল সড়কে মিলনের মোটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলার উপর্যুপরি আঘাত করেন নুর উদ্দিন। এই আঘাতে প্রাণ হারান মিলন। তথ্য প্রযুক্তির সহায়তায় আজ সোমবার রাত তিনটার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় নুর উদ্দিনের কাছ থেকে মিলনের ব্যবহৃত একটি স্যামসাং জে-৫ মোবাইল সেট, দুটি হেলমেট এবং ডায়াং ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ বেলা সাড়ে ১২টায় এক সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এই ব্রিফিংয়ে আবদুল বাতেন বলেন, গত ২৬ আগস্ট রাত আনুমানিক তিনটার দিকে পাঠাও চালক মিলন এক যাত্রীকে মালিবাগ চৌধুরীপাড়ায় নামিয়ে দেন। এর পর মালিবাগ-মৌচাক উড়ালসড়কে ওঠার সময় আবুল হোটেলের ঢালে নুর উদ্দিন সিগন্যাল দিয়ে মিলনের মোটরসাইকেলটি থামান। তিনি গুলিস্তান যাবেন বলে ৫০ টাকায় মিলনের সঙ্গে ভাড়া ঠিক করেন। উড়ালসড়কে সবচেয়ে ওপরে পৌঁছালে মিলনকে মোটরসাইকেল থামাতে বলেন নুর উদ্দিন। মোটরসাইকেল থামানোর পর নুর উদ্দিন নিজেই মিলনকে মোটরসাইকেল চালানোর কথা বলেন। এতে রাজি না হওয়ায় মিলনের সঙ্গে নুর উদ্দিনের ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে নুর উদ্দিন অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় উপর্যুপরি আঘাত করে মোটরসাইকেল ও মোবাইল নিয়ে চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ঘটনা ডিবিকে বলেছেন নুর উদ্দিন।

আবদুল বাতেন বলেন, এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলার পর তদন্তে নামে ডিবি । ঘটনাস্থলে ছিল না কোনো সিসি ক্যামেরা। কেউ ঘটনা দেখেনি ও ঘটনাটি রাতের নির্জনে হওয়ায় এমন আলামতবিহীন ঘটনায় অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করা ছিল খুবই কঠিন। কিন্তু ডিবি পুলিশ সেই কঠিন কাজটি সফলতার সঙ্গে করেছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, অ্যাপসের মাধ্যমে যাত্রী পরিবহন নিরাপদ। চুক্তিতে না গিয়ে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করা উচিত। এ জন্য নগরবাসীকে সচেতন হয়ে চলতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments