শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু

হাবিবুল আলম: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিপ্লব দাস (২৫) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত বিপ্লব দাস চন্দনাইশ থানার দোহাজারী গ্রামের সন্তোষ দাসের ছেলে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয় সে।

হাসপাতাল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সোমবার ডেঙ্গু আক্রান্ত বিপ্লবকে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে বিপ্লবের পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে চিকিৎসা করাবে না বলে লিখিত দিয়ে নিয়ে যান। কিন্তু দুপুরে বিপ্লবের অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

এদিকে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগ সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, বিপ্লব দাসকে সোমবার ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে স্বজনরা নিজেদের জিম্মায় ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে তাকে নিয়ে যায়।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট দুইজনের মৃত্যু হলো। এরআগে গত ৩১আগস্ট নগরীর বেসরকারী হাসপাতাল পার্কভিউতে বাদশা মোল্লা (৫৫) নামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়।

তবে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম চমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যাবার বিষয়টি অস্বীকার করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments