বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারোহিঙ্গাদের সীমকার্ড নিয়ন্ত্রণে আনতে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক

রোহিঙ্গাদের সীমকার্ড নিয়ন্ত্রণে আনতে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সিম ব্যবহার নিয়ন্ত্রণে উপজেলায় অবস্থানরত সিম কোম্পানির প্রতিনিধি, ডিলার ও স্থানীয় সিম ব্যবসায়ীদের সাথে এক জরুরি বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী। শনিবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্টিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কোন অবস্থাতেই সিম বিক্রি করা যাবেনা, যদি কোন এলাকা থেকে সিম এনে ব্যবসায়ীরা বিক্রি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক দোকান গুলোতে অচিরেই অভিযান পরিচালনা করা হবে। আর কি ভাবে রোহিঙ্গা ক্যাম্পে সিম গুলো নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে সিম কোম্পানির প্রতিনিধি, ডিলার ও স্থানীয় সিম ব্যবসায়ীদের নিকট থেকে মতামত গ্রহণ করেন। বৈঠকে গ্রামীণ ও রবি’র সিম বিক্রয়কারী প্রতিনিধি মধ্যে ৩০জন উপস্থিত ছিলেন। তবে উখিয়ায় গ্রামীনের ৬৮জন এবং রবির ১৫৮জন সিমকার্ড বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments