শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাঅবসরের ৫ বছরেও পাওনা টাকা থেকে বঞ্চিত হাবিবুর রহমান টেক্সটাইল মিলস এর...

অবসরের ৫ বছরেও পাওনা টাকা থেকে বঞ্চিত হাবিবুর রহমান টেক্সটাইল মিলস এর শ্রমিক-কর্মচারীরা

মোঃ ওসমান গনি: দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পাঁচ বছরেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হাবিবুর রহমান টেক্সটাইল মিলস লি: এর শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাগণ। সারা জীবনের সঞ্চিত টাকা ও ন্যায্য বেতন ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ওই মিলের প্রায় দুই শত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা। দীর্ঘ পাঁচ বছর যাবৎ মালিক পক্ষের কাছে ধরণা দিয়েও পাওনা টাকা পাচ্ছেন না তারা। তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবীতে শনিবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মিলের বঞ্চিত কর্মকর্তা ও শ্রমিকরা। এসময় তারা লিখিত বক্তব্যে বলেন- চাকুরী শুরু থেকে মালিক পক্ষ আমাদের যে শর্তে নিয়োগ দিয়েছিলেন ২০১৪ সালের পূর্বে সেই মোতাবেক সকল শ্রমিক ও কর্মচারীদের তাদের ন্যায্য পাওয়া পরিশোধও করেন। কিন্তু ২০১৪ সালের পর থেকে যে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা অবসর গেছেন তাদের বকেয়া বেতন ও অবসর ভাতা পরিশোধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদের মধ্যে ১২৫জন শ্রমিক, ৩৩জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আমাদের পাওনা পরিশোধ না করে জোর পূর্বক মিলের কোয়াটার থেকে আমাদের বের করে দেওয়া হয়। বর্তমানে মিল মালিক পক্ষ আমাদের ফোন রিসিভ করেন না। সাক্ষাতের চেষ্টা করলেও অনুমতি দেওয়া হয় না। পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবন-যাপন করছি আমরা। মিলের অবসর প্রাপ্ত ব্যবস্থাপক (প্রশাসন) মজিবুল হক খন্দকার বলেন, ১৯৭৫ সাল থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ৪৩ বছর চাকুরী করি। চাকুরী থেকে অবসর গ্রহণ করার পর আমার বকেয়া বেতন ও অবসরকালীন ভাতা আদায়ে ব্যর্থ হয়েছি। বর্তমানে মিল কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগের সুযোগও দিচ্ছে না। অবিলম্বে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচী গ্রহণ করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রমিক-কর্মচারীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments