শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন লাভ

সাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন লাভ

বাবুল আকতার: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নওগাঁর সাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন লাভ করায় সাপাহারবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপির নিরলস প্রচেষ্টায় গত ১২সেপ্টেম্বর প্রধান মন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা অনুমোদন দিয়েছেন। জানা গেছে বিগত কয়েক বছর পূর্বে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধান মন্ত্রীর কার্যালয় কর্তৃক দেশের প্রতিটি জেলায় বেকার যুবকদের মাঝে কর্ম সৃজন ও কর্মসংস্থানের লক্ষে একটি করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষনা দেন। সে থেকেই এলাকার জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদায়, তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফাহাদ পারভেজ বসুনীয়া সম্মিলিত ভাবে নওগাঁ জেলার সীমান্ত বর্তী সাপাহার উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে স্বীকৃতি দানের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে জোর সুপারিশ পাঠিয়েছিল। সে লক্ষে ওই নির্বাহী অফিসার তৎক্ষনাত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় উপজেলা সদরের অদুরে খেড়ুন্দা মৌজায় সাপাহার-খঞ্জনপুর বিওপি ক্যাম্প রাস্তার উত্তর পার্শ্বে জাতীয় সড়ক, নদী, আকাশ পথ, বিদ্যুত ব্যাবস্থা সহ যাবতীয় অবকাঠামোগত সুবিধাদির প্রতি লক্ষ রেখে ২৫৪.১৫একর সম্পত্তির অধিগ্রহনের প্রস্তাব জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছিল। বর্তমানে তারই ফলশ্রুতিতে মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন ও নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ১২সেপ্টেম্বর প্রধান মন্ত্রী তার কার্যালয়ে সাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী নওগাঁর সাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিগত অনুমোদনের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সাপাহার এলাকায় ২৫৪.১৫ একরজমির উপর এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। এরইমধ্যে সেখানে জমি বন্দোবস্ত ও অধিগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান। সাপাহার বাসীর আশা উপজেলায় অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে এই উপজেলা সহ পার্শ্ববর্তী আরোও কয়েকটি উপজেলার ব্যাপক উন্নয়ন ঘটবে সে সাথে

অত্রালেকার হাজার হাজার বেকার যুবসমাজ সহ অসংখ্য লোকের কর্মসংস্থানের পদও সৃষ্টি হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments