শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩’শ ২৫টি ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী ও ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সংশ্লিষ্ট আইনে থানায় পৃথক ২টি মামলা রুজু করে মাদক ব্যবসায়ী মোক্তার মিয়াসহ ৪ জুয়াড়িকে আদালতে পাঠানো হয়। এরআগে রাতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত মোক্তার মিয়াকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে, উপজেলার বেলকা ইউনিয়নের বেকরীর চর নামক স্থানে (তিস্তা নদীর চরে) জুয়া খেলার সময় উক্ত ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুর রাজ্জাক (৩৫), দোছর আলীর পুত্র মফিজল (৪৮), মৃত আফসার আলীর পুত্র আব্দুস সামাদ (৩৫) ও আব্দুর মান্নানের পুত্র কুদ্দুস আলী (৩৫)। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments