বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাঅবশেষে বিএসএফ’র গুলিতে নিহত বাবুলের লাশ ১৪দিন পর হস্তান্তর

অবশেষে বিএসএফ’র গুলিতে নিহত বাবুলের লাশ ১৪দিন পর হস্তান্তর

মহিনুল ইসলাম সুজন: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত নীলফামারীর ডিমলার বাবুল মিয়ার (২৪) লাশ ১৪দিন পর পরিবারের কাছে হস্তান্তর করেছেন বিএসএফ। মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) রাত ৯টার সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির উপস্থিতিতে ডিমলা থানা পুলিশের কাছে নিহত বাবুলের লাশ হস্তান্তর করা হয়।পুলিশ বাবুল মিয়ার লাশ তার বাবা নূর মোহাম্মদের কাছে বুঝিয়ে দেয়ার পর বাবুলের লাশ ডিমলা উপজেলার পুর্বছাতনাই ইউনিয়নের খান পাড়া গ্রামের পুরান বাড়ীতে নিয়ে আসলে আজ বুধবার(১৮ সেপ্টেম্বর) সকালে একই ইউনিয়নের বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পাশের একটি কবর স্থানে বাবুলের লাশ দাফন করা হয়।এর আগে মঙ্গলবার রাতে লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বর্ডারগার্র্ড ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইছায়াক মন্ডল, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, পুর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবু হানিফ ও ডিমলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের ৯নং ইউপি সদস্য জাকিরুল ইসলাম, ভারতীয় ৫৪ বিএসএফের উপ-অধিনায়ক এসওয়াই খেঙ্গাঁরু, কোচ বিহার জেলার কুচলিবাড়ী থানা সার্কেল পরান রায় ও থানার ওসি সুবাস চন্দ্র রায়। উল্লেখ্যঃ গত ৩ সেপ্টেম্বর ভোরে ডিমলা উপজেলার কালীগঞ্জ গরুর বিট-খাটাল সংলগ্ন সীমান্তে ভারতীয় গরু পারাপারের সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ডিমলার দুইজন হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে নিহত বাবুল মিয়া (২৪) উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের নূর মোহাম্মদের ছেলে।একই ঘটনায় আহত কিশোর সাইফুল ইসলাম (১৪) উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে। ঘটনার পর হতাহতদের নিজেদের হেফাজতে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় নিহতের লাশ ও আহত সাইফুলকে ফেরত পেতে তাদের স্বজনেরা বিজিবি সহ বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরে সহযোগীতা না পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের মাধ্যমে বর্ডার গার্ড ৫১ বিজিবির অধিনায়কের কাছে লিখিত আবেদন করেও তা ফলপ্রসু না হওয়ায় গত ১১ সেপ্টেম্বর নিহতের লাশ ফেরতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments