শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

এনায়েতপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিলে অবস্থিত সদিয়াচাঁদপুর ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠকে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের স্থাণীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেতিল বাজারের ১০টি দোকান পাট ও ঘরবাড়ি ভাংচুর লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি তদন্ত রাকিবুল হুদা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এর আগে বেতিলে অনুষ্ঠিত একটি ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকেন্দ্র করে বেতিল ও সদিয়াচাঁদপুর গ্রামের কিশোরদের সাথে হাতাহাতি হয়। বিষয়টি নিরোসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উভয় পক্ষকে ডেকে মিমাংসায় বসেন। উভয় পক্ষই বিপুল সংখ্যক মানুষ নিয়ে এতে হাজির হয়। এখানে আধিপত্ত বিস্তার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি, রড, ধারালো অস্ত্র, ইট পাটকেল নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী দফায়-দফায় সংঘর্ষে নারী-পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়। তখন সদিয়াচাঁদপুর পরিষদ, বেতিল ওয়াপদা, বেতিল বাজার সহ আশপাশের এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। ভাংচুর ও লুটপাট করা হয় অন্তত ১০টি দোকান পাট ও ঘরবাড়ি। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর উভয় পক্ষের আহতদের উদ্ধার করে ড্যাফোডিল ক্লিনিক, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলো চাঁদপুর চর এলাকার রফিকুল ইসলাম (২৫), হাফিজুর রহমান (২০), শুকুর আলী (৫০), জাবেদ আলী (৬০), ওয়ারেছ আলী (৫০), রমজান আলী (১৮), রফিকুল (৩৮) এবং বেতিল গ্রুপের আসাদ হোসেন (২৫), সারু বেগম (৪৫), আব্দুর রাজ্জাক মেম্বর (৫০), শামীম হোসেন (২৫), ক্যাবল ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০)। এছাড়া বেতিল বাজারের আমিরুলের ষ্টেশনারী দোকান, ভরসার জেনারেল ষ্টোর, নজরুল ইসলামের মনোহারী, রফিক ব্যাপারীর কাচামাল, আয়নালের চায়ের দোকান, শামীমের মুদিখানা, আলতা বানুর বাড়ি, ফিরোজের ঘর, কুরানের বাড়ি, জহুরুলের বাড়ি, খোকনের খড়ির দোকানে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকা জনক। বর্তমানে এলাকা জুড়ে দোকান-পাট বন্ধ রয়েছে। বিরাজ করছে থমথমে অবস্থা। পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। সদিয়াচাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, উভয় পক্ষই ছিল মারমুখী। কেউ আমাকে মানেনি। আইনগন ভাবেই এর সমাধান হওয়া উচিৎ। এদিকে চাঁদপুর চরের পক্ষে শেখ হাফিজ জানান, আমাদের লোকজনের উপর বেতিলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে অন্তত ১০-১২ জনকে আহত করেছে। তাদের আমরা শাস্তি চাই। অপরদিকে বেতিলের সমাজ-সেবক আতাউর রহমান আতা জানান, চাঁদপুর চরের লোকজন ৮/১০টি বড় নৌকা করে পরিকল্পিত ভাবে শালীসে এসে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদেরও ৮-১০ জন আহত হয়েছে। দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে হাফিজের সন্ত্রাসীরা। আমরা এরকম হামলার শিকার কখনো হয়নি। বাড়ির শিশু ও বধুরাও তাদের দ্বারা আক্রান্তের শিকার। এদিকে থানার ওসি তদন্ত রাকিবুল হুদা জানান, উভয় পক্ষই মামলা করবে বলে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments