শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে পিছলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যাক্ত কুপটি যেন মৃত্যু ফাঁদ

সাপাহারে পিছলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যাক্ত কুপটি যেন মৃত্যু ফাঁদ

বাবুল আকতার: নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের পিছলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ দিন ধরে একটি রিংকুপ পরিত্যাক্ত অবস্থায় থাকলেও দুর্ঘটনা এড়াতে কেউ কোন ব্যাবস্থা নেয়নি। জানা গেছে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও আশে-পাশের মানুষেন পানীয় জলের প্রয়োজন মেটানোর জন্য পাকিস্থানী শাসনামলে ওই বিদ্যালয় মাঠের এক কোনায় একটি রিংকুপ স্থাপন করা হয়।এর পর হতে ওই কুপ থেকে সকলেই তাদের নিজ নিজ প্রয়োজনে পানীয় জল এর প্রয়োজন মেটাত। কিন্ত উন্নত ডিজিটাল যুগে বেশ কিছু দিন পূর্বে ওই বিদ্যালয় মাঠে একটি টিউবওয়েল স্থাপন করায় রিংকুপটি আর তেমন কাজে আসেনা, আস্তে আস্তে কুপটি পরিত্যাক্ত হয়ে পড়ে। বর্তমানে কুপটির এক পাশের রিং ভেঙ্গে সম্পূর্ন খোলা অবস্থায় অ-রক্ষিত ভয়ঙ্কর হয়ে রয়েছে। এলাকার অনেক অভিজ্ঞ ব্যাক্তি ও সাধারণ মানুষ মনে করছেন, প্রতিনিদ বিদ্যালয়ে আসা কোমল মতি শিশুরা খেলার ছলে যে কোন মহুর্তে ওই কুপে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। অ-রক্ষিত ওই কুপটি চিরতরে বন্ধ করে দেয়ার জন্য এলাকার সচেতন মহল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments