শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারেলমন্ত্রীর কাঁধে আ.লীগ নেতার লাশ

রেলমন্ত্রীর কাঁধে আ.লীগ নেতার লাশ

সদরুল আইন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ শাহ মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। বুধবার দুপুরে সুন্দরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজা শেষে কবরস্থানে ওই আওয়ামী লীগ নেতার লাশের খাট নিয়ে যাওয়ার সময় তা নিজ কাঁধে তুলে নেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন।

তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটও কাঁধে লাশের খাট বহন করেন।

জানাজায় অন্যদের মধ্যে পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরে রেলমন্ত্রী আওয়ামী লীগ নেতা আজিজ শাহের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় রেলপথ মন্ত্রী বলেন, আজিজ শাহ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। দলের দুঃসময়ে তিনি দলের জন্য কাজ করে গেছেন।

তার শুন্যতা পূরণ করার মতো নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments