শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি টুটুল, সম্পাদক মিজানুর রহমান

সাঁথিয়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি টুটুল, সম্পাদক মিজানুর রহমান

আব্দুদ দাইন: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশে পায়রা অবমুক্ত করে পাবনার সাঁথিয়ায় দীর্ঘ ১৭ বছর পর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আশরাফুজ্জামান টুটুল সভাপতি ও মিজানুর রহমান উকিল সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে সাঁথিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভিপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা সনি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, শাকিকুল ইসলাম রনি প্রমূখ । প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, শামসুল হক টুকু এমপি বলেন, সারাদেশের মধ্যে সাঁথিয়া যুবলীগে সম্মেলন হচ্ছে ব্যতিক্রম। সম্মেলনের আগেই সকল প্রার্থীদেরকে ডোপ টেস্ট করানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদক মুক্ত সংগঠন উপহার দিতেই ডোপ টেষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন যুবসমাজ ছাড়া জামায়াত বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব নয়। দ্বিতীয় অধিবেশনে যুবলীগের কমিটির নির্বাচনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আশরাফুজ্জামান টুটুল সভাপতি ও মিজানুর রহমান উকিল সম্পাদক নির্বাচিহ হন। ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments