শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ইলিশ সংরক্ষণ অভিযান: ১২হাজার টাকা জরিমানা, আটক ৪

সাঁথিয়ায় ইলিশ সংরক্ষণ অভিযান: ১২হাজার টাকা জরিমানা, আটক ৪

আব্দুদ দাইন: শনিবার পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালত ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন হাটে অভিযান চালিয়ে ৪জন জাল ব্যবসায়িকে আটক এবং ৮ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। পুড়িয়ে ফেলা জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জানা যায়, শনিবার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহহী ম্যাজিট্রেট এস এম জামাল আহমেদ নেতৃত্ব্ধেসঢ়; ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপ- পরিচালক, মৎস্য অধিদপ্তর আব্দুল জলিল, জেলা মৎস্য অফিসার আব্দুর রউফ, সাঁথিয়া উপজেলা মৎস্য অফিসার আব্দুল হালিমসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ। ভ্রাম্যমাণ আদালত সাঁথিয়া উপজেলার বনগ্রাম হাটে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। এ সময় বেশ কিছু বড় ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের ৪ সহযোগীকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত আটকদের প্রত্যেককে ২ হাজার টাকা কওে মোট ৮হাজার টাকা জরিমানা করেন। পরে এসব জাল বনগ্রাম হাটের মধ্যে জনগণের সামনে কেরোসিন ও পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। । একই দিনে উপজেলার আতাইকুলা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানিকে ৩হাজার টাকা ও লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রি করায় এক বেকারী মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, উদ্ধার করা এসব নিষিদ্ধ জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments