শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ১৪ জেলের কারাদন্ড

বাউফলে ১৪ জেলের কারাদন্ড

অতুল পাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়ারণ্য হিসেবে ঘোষিত বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে সমান্বিত অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে করাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। আজ শনিবার বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাউফল উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কালাইয়া নৌ পুলিশ ও কোস্টগার্ডের সম্বন্বয়ে গঠিত দুইটি মোবাইল টীম অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করে। আটককৃত জেলেদের বাড়ি পাশ্ববর্তী ভোলা সদর ও বোরহারউদ্দিন উপজেলায়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টার পর্যন্ত ২টি মোবাইল টীম উপজেলার নিমদি, চর ওয়াডেল, খানকা চন্দ্রদ্বীপ, বাতির খাল, চর মিয়াজান ও চর রায়সাহেব এলাকায় ইলিশ শিকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে ১৪ জন জেলেকে আটকসহ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। বিকেলে বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের মধ্যে ১২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ইব্রাহিম মাল ও আজগর মাল নামের দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments