শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনা জেলা যুবলীগের সংবাদ সম্মেলন: প্রচারিত খবরের তীব্র প্রতিবাদ

পাবনা জেলা যুবলীগের সংবাদ সম্মেলন: প্রচারিত খবরের তীব্র প্রতিবাদ

কামাল সিদ্দিকী: একটি টেলিভিশন চ্যানেলে পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন সম্পর্কে দু‘জন সাবেক নেতার বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাননীয় সভানেত্রী শেখ হাসিনা দলকে শক্তিশালী করতে যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি পুন গঠনের নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৪ জুলাই ১৭ বছরের অধিক সময়ের মেয়াদোত্তীর্ণ ও নিষ্ক্রিয় পাবনা জেলা যুবলীগের কমিটি ভেঙ্গে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন কেন্দ্রীয় কমিটি। যেখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পুনঃ গঠনতন্ত্রের আলোকে যৌথ স্বাক্ষরে পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন করেন। কাজেই ৫/৭ কোটি টাকা দিয়ে চেয়ারম্যানকে ম্যানেজ করে পাবনা জেলা কমিটি গঠন করা নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করছি। পাবনা জেলা যুবলীগের দুর্নীতিবাজ ও ব্যর্থ সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু ব্যক্তিস্বার্থে টেলিভিশনে যে বক্তব্য প্রদান করিয়াছেন- তা অত্যান্ত গর্হিত ও ভীত্তিহীন। টিপুর বিরদ্ধে পাবনা বড় বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে তিনি লিখিত বক্তব্যে জানান। আমরা স্পষ্টভাবে বলতে চাই কতিপয় বিতর্কিত কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে টিপু এসব অপকর্ম এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিকট এসব অভিযোগের সুষ্ঠ প্রতিকার চাই। তিনি বলেন, আহ্বায়ক কমিটি গঠনের পর পরই সুজানগর ও সাঁথিয়ায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে আমরা উপজেলার সম্মেলন সম্পন্ন করেছি এবং জেলার অন্যান্য উপজেলায় বর্ধিত সভাসহ রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। বর্তমানে নতুন উদ্যোমে জেলা যুবলীগ কর্মিরা কাজ করছেন। নতুন উদ্যমে যখন পাবনা জেলা যুবলীগ পুনঃ গঠন শুরু হয়েছে তখন কেন্দ্রীয় যুবলীগের এই ডামাডোলে পাবনা জেলা যুবলীগের কমিটিকে বির্তকিত এবং প্রশ্নবিদ্ধ করার লক্ষে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান দেশকে নতুন মাত্রায় পৌঁছে দিবে। তাই আমরা এই অভিযানের সফলতা কামনা করি। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ সাকিরুল ইসলাম রনি, যুবলীগ নেতা ফাহিমুল কবির খান শান্ত, শেখ লালু প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments