শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৫ জেলের জেল জরিমানা ও জাল ধ্বংস

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৫ জেলের জেল জরিমানা ও জাল ধ্বংস

এম এ মুছা: সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে ভ্রাম্যমান আদালতে ৫ জেলের জেল জরিমানা ও জাল ধ্বংস
করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) উপজেলা মৎস্য অফিসের পরিচালনায় ও (বঙ্গবন্ধু থানা পশ্চিম) নৌপুলিশের সহযোগীতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে জেল ও জরিমানা করা হয়। আটককৃতরা হলেন জামাল উদ্দিন (৩৫) পিতা আব্দুর রহমান সাং বিলমহিষা, আফছার আলী (৩৭) পিতা বদিউজ্জান, সাং বরইতলা, আনোয়ার হোসেন (১৯) পিতা জাফর আলী খাঁন, সাং বিন্নাবাড়ী, নজরুল সরকার (২৯) পিতা জাহাঙ্গীর সরকার সাং চরবেল, সর্বথানা বেলকুচি সবাইকে দশ দিনের জেল এবং বাবুল হোসেন (২৮) পিতা আবুল কাশেম সাং ধুলবাড়ী, টাঙ্গাইলকে দশ হাজার টাকা জরিমানা ও ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস এবং ৭০ কেজি ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক। পরে ইলিশ মাছ বেলকুচি উপজেলার পাঁচটি মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, এস,আই মাহমুদুল হোসেন, এ,এস,আই নুর আলম মিয়া,পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments